ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সিলেটে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ২৮ জুলাই ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

সিলেটে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় এই মামলা করা হয়েছে।

শুক্রবার রাতে যুবলীগ নেতা ফারুক আহমদ বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় এ মামলা করেন।

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন এমন তথ্য জানিয়েছেন।
তবে আসামিদের গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে নগরের চৌখিদেখি এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন কামরান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে এ হামলায় কেউ হতাহত হননি।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি