ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

সিলেটে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৯:৩৫, ৩১ মে ২০১৭

Ekushey Television Ltd.

সিলেটে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ইতিমধ্যে ১শ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। আসছে মন্ত্রী পরিষদ বৈঠকে কার্যক্রমের আনুষ্ঠানিক নির্দেশণা পাবার কথা জানান মন্ত্রী। ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম বিভাগ থেকে অর্থায়ন বরাদ্দেরও ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী।
সিংক : আবুল মাল আবদুল মুহিত, অর্থমন্ত্রী

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি