ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সিলেটের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য হলো দীপ্তর্ষী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ২৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের সদস্যপদ লাভ করল প্রতিশ্রুতিশীল সাংস্কৃতিক সংগঠন ‘দীপ্তর্ষী’।

গত সোমবার সন্ধ্যা ৬টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দীপ্তর্ষীর -এর মূখ্য নির্বাহী শাহিদ খান ফরহাদ ও রুবেল রাজের হাতে সদস্যপত্রের চিঠি তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, দফতর সম্পাদক সুকান্ত গুপ্ত, প্রচার সম্পাদক অমিত ত্রিবেদী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের অন্যান্য সদস্যরা।

দীপ্তর্ষীর মূখ্য নির্বাহী শাহিদ খান ফরহাদ বলেন, বিশ্ব মোদের পাঠশালা এই শ্লোগানকে সামনে রেখে আমাদের পথ চলা, বাঙালি সংস্কৃতিকে লালন করে বাংলাদেশের জাতীয় ও রাজনৈতিক সংকটে- আন্দোলনে সব সময় তৎপর সম্মিলিত সাংস্কৃতিক জোটে দীপ্তর্ষীকে সদস্য পদ দেওয়ায় আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি