ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

সীতাকুণ্ডে এমএফজেএফ’র দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১ সেপ্টেম্বর ২০২২

সীতাকুণ্ডে এমএফজেএফ’র দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। যুবসমাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২ সেপ্টেম্বর সকাল ৯টায় মহসিন-ফাতেমা যুবউন্নয়ন ফাউন্ডেশন (এমএফজেএফ) এ কর্মশালার আয়োজন করছে। 

পৌরসভা কার্যালয় ভবনসংলগ্ন জেলা পরিষদ মিলনায়তনে (এল কে সিদ্দিকী স্কয়ার) বিডি অ্যাপস এন্ড অ্যাপমেকার এর সহযোগিতায় অনুষ্ঠেয় দক্ষতা উন্নয়নবিষয়ক এ কর্মশালায় ৬শ’ জন যুবক অংশগ্রহণ করবে। কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন রবি’র বিশেষজ্ঞ প্রশিক্ষকরা।

এমএফজেএফ এর প্রধান উপদেষ্টা, রবি আজিয়াটা লিমিটেডের এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট আহমদ আরমান সিদ্দিকী এ যুগোপযোগী গুরুত্বপূর্ণ কর্মশালার মূল উদ্যোক্তা। বিডি অ্যাপস রবি আজিয়াটারই একটি প্রোডাক্ট। উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের সাথে রবি কাজ করছে।

এমএফজেএফ এর প্রধান উপদেষ্টা, রবি আজিয়াটা (বাংলাদেশ) লিমিটেডের এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট আহমদ আরমান সিদ্দিকী বলেন, “দক্ষতা উন্নয়ন কর্মশালা থেকে ৬শ’ জনের মধ্যে অন্তত ৫০ জন অংশগ্রহণকারীর যদি আউটসোর্সিং ক্যারিয়ার গঠনে সহায়ক হয়- সেটিও কম নয়। অ্যাপস তৈরি শেখার মাধ্যমে তারা নিজের ও পরিবারকে স্বাবলম্বী করতে পরেবে।”

উল্লেখ্য, সদ্য গড়ে ওঠা সামজিক ও মানবিক সংগঠন এমএফজেএফ গত ২৮ আগস্ট ২০২২ প্রাথমিক উদ্যোগ হিসেবে সীতাকুণ্ডের গুলয়াখালী সী-বিচে (পর্যটনকেন্দ্রে) দুই শতাধিক স্কুলশিক্ষার্থীর অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। 
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি