ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সীতাকুণ্ডে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ান নিহত

এম হেদায়েত,সীতাকুণ্ড 

প্রকাশিত : ১৮:২২, ১১ জুলাই ২০২০

সীতাকুণ্ডে বিদ্যুতের কাজ করার সময় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে এক ইলেক্ট্রিশিয়ান নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতের নাম বকুল জলদাশ (২৮)। তিনি মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর জেলে পাড়া গ্রামের মোহন জলদাশের পুত্র। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আজ বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি বৈদ্যুতিক পিলারে কাজ করতে উঠার সময় স্থানীয় ইলেক্ট্রিশিয়ান বকুল জলদাশ একটি মইয়ের উপর থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এসময় মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী বাবু বলেন,‘নিহত বকুল জলদাশ একজন বৈদ্যুতিক মিস্ত্রি। তিনি একটি পিলারে কাজ করতে উঠছিলেন। কিন্তু একেবারে উপরে পৌঁছানোর আগেই অসাবধানতার ফলে তিনি মই থেকে ছিটকে পড়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তিনি  ঘটনাস্থলেই মারা যান।’

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন,‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।’
কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি