ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ৩০ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৮:৪২, ৩০ ডিসেম্বর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Ekushey Television Ltd.

ভারতের সীমান্ত থেকে দেশের অভ্যন্তরে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে টেলি যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। 

রোববার (২৯ ডিসেম্বর) রাতে বিটিআরসির নির্দেশনার পর পরই সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে দেশের সবকটি অপারেটর। 

দেশের শীর্ষ চারটি অপারেটর গ্রামীণফোন, টেলিটক, রবি এবং বাংলালিংক বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখতে হবে।

এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, “সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে এ নির্দেশনা দেয়া হয়েছে।” নির্দেশনাটি ‘সাময়িক’ বলেও জানান তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি