ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জে এক মাসে বজ্রপাতে নিহত ২১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১১ মে ২০১৮

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বেড়েছে বজ্রপাতের আতঙ্ক। গত এক মাসেই বজ্রপাতে মারা গেছে ২১ জন। এ অবস্থায় হাওরবাসীকে সচেতন করার পাশাপাশি তালগাছ রোপনের আশ্বাস দিয়েছে প্রশাসন।

স্বজনের মৃত্যুতে এমন আহাজারীর চিত্র সুনামগঞ্জ হাওরাঞ্চলের এখন প্রায় দিনের ঘটনা। ভারি বৃষ্টিতে ধান ডুবে যাওয়ার আশঙ্কায় বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ধান কাটতে যান কৃষকরা। এ অবস্থায় বজ্রপাতে বেশিরভাগ ক্ষেত্রেই মারা যাচ্ছে কৃষক। সুনামগঞ্জের হাওরাঞ্চলে গত এক মাসেই প্রাণ গেছে ২১ জনের। কাল বৈশাখীর মৌসুমে তাই বজ্রপাতের আতঙ্কে আছেন এ অঞ্চলের মানুষ। জেলা হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় বজ্রপাতে আহত ব্যাক্তিদের চিকিৎসা দেওয়াও সম্ভব হচ্ছে না ।

এদিকে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। বজ্রপাত রোধে তালগাছ রোপন ও বজ্রপাতরোধক ধাতব দণ্ড স্থাপনের আশ্বাস জেলা প্রশাসকের। এছাড়া বৈরী আবহাওয়ায় বাইরে বের না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
হাওরবাসির মাঝে সচেতনতা বাড়াতে এখনই বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি