ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

সুন্দরবন ধ্বংস করে কোনো প্রকল্প সরকার গ্রহন করবে নাঃপ্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৮, ৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সুন্দরবন ধ্বংস করে কোনো প্রকল্প সরকার গ্রহন করবে না বলে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় তিনি এ’কথা বলেন। যত্রতত্র শিল্পায়ন না করে পরিবেশের ভারসাম্য রক্ষারও তাগিদ দেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ও জাতীয় পরিবেশ পদক তুলে দেন শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রী ভাষণে বলেন, সুস্থভাবে বাঁচতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।
বঙ্গবন্ধুর সময়ে করা বিভিন্ন পরিবেশ আইনের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এমন কোন প্রকল্প তার সরকার নেবে না।
পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি