ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

সুপ্রিম কোর্টের অবকাশ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

সাপ্তাহিক ছুটি, পবিত্র ঈদুল আজহার সরকার ঘোষিত ছুটি ও অবকাশ মিলিয়ে রোববার (৩জুলাই) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৯ জুলাই পর্যন্ত অবকাশ চলবে।

এ সময়ে হাইকোর্ট বিভাগের ৯টি অবকাশকালীন বেঞ্চে অবকাশকালীন বিচার কার্যক্রম চলবে। এরই মধ্যে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে এসব বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি।

অবকাশকালীন বিচারপতিদের তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

একই সময়ে আপিল বিভাগে জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার জজ হিসেবে বিচারপতি কৃষ্ণা দেবনাথ আগামী ৫ জুলাই, ৬ জুলাই, ১৩ জুলাই এবং ১৮ জুলাই চেম্বার আদালতে বিচারকাজ পরিচালনা করবেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি