ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সুষ্ঠু পরিবেশ না থাকায় সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শক

প্রকাশিত : ১৩:২২, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:২২, ৩১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সুষ্ঠু পরিবেশ না থাকায় সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শক। পাশাপাশি সুস্থ ও মুল ধারার চলচ্চিত্রের আকাল আর সস্তা বাণিজ্যিক ছবির ছড়াছড়িতে হলে যান না বলে জানাচ্ছেন দর্শকরা। তবে হাতেগোনা কয়েকটি সিনেমা হলে ডিজিটাল পর্দা এবং উন্নত ব্যবস্থাপনার কারণে সেগুলো ভালোভাবেই টিকে আছে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা। আশির দশক থেকে বাংলা চলচ্চিত্র হলমূখী করেছিল দর্শকদের। সারাদেশে পর্যায়ক্রমে সিনেমা হলের সংখ্যাও দাঁড়িয়েছিল প্রায় হাজারখানেক। এ শিল্পে লাভজনক অবস্থান তৈরি করতে অনেকেই বিনিয়োগ করেছেন আগ্রহ নিয়ে। সেই সোনালী সময়টা বিলীন হতে বেশি সময় লাগেনি। টানা কয়েকবছর কুরুচিপূর্ণ চলচ্চিত্রের কারণে দিনে দিনে দর্শকরা সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রায় স্থায়ীভাবে। এখনকার দর্শকদের বেশিরভাগই তরুন। তাদের মতে সিনেমা হলের পরিবেশ ও ব্যবস্থাপনা উন্নত হলে আবার ফিরতে পারে বাংলা চলচ্চিত্রের দিন। ভালো  গল্পের কিছু সিনেমা অনেককে আবার আশাবাদী করে তুলছে । সিনেমা হল কর্তৃূপক্ষ বলছে, দর্শক হলমূখী করার লড়াইটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিতে হবে। সুষ্ঠু চলচ্চিত্র, সিনেমা দেখার ভালো পরিবেশ হলে শুধু উৎসবে নয়, বছরের সব দিনেই সিনেমা হলে দর্শক সমাগম হবে বলে আশা করছেন চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িতরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি