ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব: ড. সালেহা কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২৮ নভেম্বর ২০২২ | আপডেট: ২০:৩৮, ২৮ নভেম্বর ২০২২

আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত সংস্কৃতি চর্চা করতে হবে। শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জড়িত থাকার পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের সবার দায়িত্ব। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব বলে মনে করেন শিক্ষাবিদ ও সমাজসেবক, চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. সালেহা কাদের।

শনিবার এফডিসিতে টেলিভিশন রিপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) কর্তৃক আয়োজিত সুস্থ সংস্কৃতি বিকাশ শীর্ষক টেলিপ্রেস প্রেজেন্ট ২২তম ট্র্যাব আওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাঙালির নিরন্তর পথচলায় পারস্পরিক ঐক্য, মাটির প্রতি দরদবোধ যেন আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলেছে। এই আবেগ আমাদের শক্তি। আমরা যদি নিকট অতীতে তাকায় তাহলে দেখব একাত্তরের মহান মুক্তিযুদ্ধে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের লক্ষ কোটি মানুষ পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতি মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়িয়েছিল; কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর ধর্মান্ধ অপসংস্কৃতি আমাদের গ্রাস করেছিল। আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর অপসংস্কৃতির হাত থেকে  দেশকে মুক্ত করেছেন। ইতিহাস ঐতিহ্য ও আমাদের কৃষ্টি- কালচার সম্পর্কে আগামী প্রজন্মকে জানাতে আরো জানাতে হবে। তাহলেই আমরা সুস্থ ধারার সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করতে পারব।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদের খান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী, বাচসাস এর সভাপতি রাজু আলীম এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আখতার।

অনুষ্ঠানের শেষ দিকে বিভিন্ন সেক্টরে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি