ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৫:০২, ১০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০২, ১০ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে লেনদেনে ছিল মিশ্র প্রবণতা। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩০টির, আর ৫৫টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৬৪৫ কোটি ৯৫ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৫ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৬৭৭ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১১১টির, আর ৪৬টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি