সেই তন্বীর সম্মানে গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল
প্রকাশিত : ১৪:৩৩, ২০ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে প্রকাশনা ও গবেষণা সম্পাদক গুরুত্বপূর্ণ পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল। জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে উক্ত পদে প্রার্থী দেয়নি সংগঠনটি।
বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এসময় ছাত্রদল সভাপতি ভিপি-জিএসসহ ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থীর নাম ঘোষণা করেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ডাকসুর প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে ছাত্রদল এই পদে কোনো প্রার্থী দেবে না। এই পদে ছাত্রদল ঘোষিত প্যানেল তন্বীকে সমর্থন দেবে।’
জানা গেছে, তন্বী ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত সোমবার ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন জমা দেন জুলাই তিনি। অভ্যুত্থানে আহত হওয়া সানজিদা আহমেদ তন্বী ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
কোটা আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় তন্বীর রক্তেমাখা ভীত মুখটি ভাইরাল হয় এবং আন্দোলন বেগবান করতে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে।
তবে এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানাতে রাজি তন্বী। ইশতেহার ঘোষণার পর গণমাধ্যমে কথা বলবেন বলে জানান তিনি।
তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।
এএইচ
আরও পড়ুন