ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সেচ প্রকল্প বাস্তবায়নের ফলেহাটহাজারীতে তিন হাজার একর জমিতে শুষ্ক মৌসুমেও ফসল উৎপাদন করা যাবে

প্রকাশিত : ১৮:২০, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২০, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

হালদা নদী সম্প্রসারণ সেচ প্রকল্প বাস্তবায়নের ফলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার তিন হাজার একর জমিতে এখন শুষ্ক মৌসুমেও বিভিন্ন ফসল উৎপাদন করা যাবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। শুক্রবার দুপুরে হাটহাজারীর চারিয়া এলাকায় হালদা নদী সম্প্রসারণ সেচ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ’কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আগে সেচ সুবিধা না থাকায় শুষ্ক মৌসুমে চাষাবাদ হতো না। সরকারের সঠিক পরিকল্পনার কারণে কৃষকরা এ’ সুবিধা পাচ্ছে বলে জানান তিনি। ২০ কোটি টাকা ব্যয়ে ৬ কিলোমিটার দীর্ঘ সেচ প্রকল্পের আওতায় খালের তলা পাকাকরণ এবং দুই পাশে প্রতিরক্ষা বাঁধ ও অবকাঠামো নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি