ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সেনেগালের সাবেক ফুটবলার ফার্দিনান্দ কোলির জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ফার্দিনান্দ কোলি। সেনেগালের সাবেক ফুটবলার। ১৯৭৩ সালে আজকের এই দিনে সেনেগালের ডাকার শহরে জন্মগ্রহন করেন তিনি। দর্শক আজ ফার্দিনান্দ কোলির জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম ফার্দিনান্দ আলেকজান্ডার কোলি। সবার কাছে কোলি নামেই পরিচিত। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ ছিলো তাঁর। আর ১৯৯৩ সালে প্রথম ফুটবল ক্যারিয়ার শুরু করেন লিবোর্ন ক্লাবের জার্সিতে। লিবোর্ন ক্লাবে এক মৌসুমে খেলেন ২৯টি ম্যাচ। খুব কম সময়ে ফুটবলের নিজের দক্ষতার প্রমাণ দিয়ে নজর কেড়েছেন হাজারো দর্শকের মন। এরপর যোগদেন পটিয়ে ক্লাবের সঙ্গে। এই ক্লাবে খেলেন দুই মৌসুম। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকে। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খেলেন সাটার্রো ক্লাবের হয়ে। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। তিন মৌসুমে খেলেন ৯১টি ম্যাচ। এরপর খেলেন আরসি লেন্স ক্লাবে। আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন বার্মিহ্যাম সিটিতে। এছাড়া খেলেছেন পেরুগিয়া ও পার্মা ক্লাবে। কোলির খেলা শুধু ক্লাব পর্যায়েই সীমাবদ্ধ ছিলো না খেলেছেন জাতীয় পর্যায়েও। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত হয়ে খেলেন সেনেগাল জাতীয় ফুটবল দলে। জাতীয় দলের হয়ে মাঠে নামেন ৪৮টি ম্যাচ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি