ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

সেপ্টেম্বরেই আইফোন ১৪?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ২০ মে ২০২২

টেক দুনিয়ায় সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু অ্যাপল। গেজেটপ্রেমী হোক বা না হোক, অ্যাপলের গ্যাজেটের প্রতি টান কমবেশি সবারই রয়েছে। প্রতিবছর শেষের দিকে নতুন গেজেট, বিশেষ করে নতুন ফোন নিয়ে আসে অ্যাপল। এবারও হয়তো তেমনি হতে চলেছে, যা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। 

গণমাধ্যমে এসেছে, এ বছরের সেপ্টেম্বরে আসতে পারে অ্যাপলের আইফোন-১৪ সিরিজ। আইফোন-১২ এর পর আইফোন-১৩ সিরিজ নিয়ে প্রবল মাতামাতি হয়েছে। আইফোন-১২ এবং ১৩ এসেছিলি মিনি ভার্সনে।
আইফোন-১৩ এর পর থেকেই আলোচনায় ছিল আইফোন-১৪। 

জানা গেছে, আগামী আগস্টেই আইফোন-১৪ লঞ্চ করার কথা ঘোষণা করতে পারে অ্যাপল। এর সঙ্গেই ইয়ারপোড প্রো-২, নতুন জেনারেশনের অ্যাপল ওয়াচ সামনে আনতে পারে অ্যাপল।

চারটি ভ্যারিয়েন্টে আসতে পারে এই সিরিজ। আইফোন-১৪, আইফোন-১৪ ম্যাক্স, আইফোন-১৪ প্রো এবং আইফোন-১৪ প্রো ম্যাক্স।  আইফোন-১২ এবং আইফোন-১৩ এর মিনি ভার্সন যাদের পছন্দ ছিল তাদের একটু মন খারাপ হতে পারে।  কারণ এবার আর মিনি আনবে না অ্যাপল।
 
ক্যামেরার মানের জন্য সবসময়েই আলোচিত অ্যাপল। নতুন আইফোন-১৪ প্রো এবং  আইফোন-১৪ প্রো ম্যাক্স মডেলে একদম নতুন ৪৮ মেগাপিক্সেলের সেন্সর থাকবে।
 
আইফোন-১৩ -এর মতোই দাম থাকতে পারে আইফোন-১৪ এর। আমেরিকার বাজারে ৭৯৯ ডলারের মতো দাম থেকে শুরু হবে ওই সিরিজের।

সূত্র: এবিপি আনন্দ
আরএমএ/এইচএস/এমএম


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি