ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত বিপাশা হায়াত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ২ ডিসেম্বর ২০১৯

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত হলেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। সেভ দ্য চিলড্রেন ঢাকার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রোববার সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি অফিসে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে চুক্তিতে সই করেন সংস্থাটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স।

সমঝোতা স্মারকে সই করে নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত বলেন, আমি বহুদিন ধরে পথশিশু, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত শিশুদের জন্য কাজ করতে আগ্রহী ছিলাম। যখন থেকে আমি মা, আমার ভেতরে আরেকটি শিশুকে ধারণ করেছি, তখন থেকে শিশুদের প্রতি আমার যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যে মমতা তৈরি হয়েছে তা কেবল আমার সন্তানদের জন্য নয়, সব শিশুদের জন্যই।

উল্লেখ্য, আন্তর্জাতিক এই সংস্থাটি শিশু-কিশোরদের শিক্ষা, স্বাস্থ্য, নারীর প্রতি সহিংসতা- সর্বোপরি জীবনযাপনের অধিকার প্রচার ও রক্ষার কাজ করে। সংস্থাটি বাংলাদেশে গত প্রায় ৫০ বছর ধরে ও বিশ্বব্যাপী একশ’ বছর ধরে কাজ করছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি