ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

সোনিয়ার সম্পত্তির পরিমাণ কত?

প্রকাশিত : ১০:১৪, ১২ এপ্রিল ২০১৯ | আপডেট: ১০:১৫, ১২ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের ইউপিএর চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সম্পত্তির পরিমাণ কত! বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময়ে হলফনামায় সে কথা জানালেন সোনিয়া।

সবেমিলিয়ে সোনিয়ার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য ১১.৮২ কোটি টাকা। ২০১৪ সালে এই অঙ্ক ছিল ৯.২৮ কোটি টাকা।

হলফনামা অনুযায়ী সোনিয়ার অস্থাবর সম্পত্তির মূল্য ৪.২৯ কোটি টাকা। ২০১৪ সালে এই অঙ্ক ছিল ২.৮১ কোটি।

রাহুল গান্ধীকে ৫ লাখ টাকা ধার দিয়েছেন বলে জানিয়েছেন সোনিয়া। ব্যাঙ্কে জমা রয়েছে ১৬.৫ লাখ টাকা। নগদ রয়েছে ৬০ লাখ টাকা। মামলা রয়েছে ১টি। সেটি করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি