ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সৈকতে ভেসে গিয়ে নিখোঁজ আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৭, ৯ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমদ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজারের নাজিররারটেক সমুদ্র পয়েন্ট থেকে আসিফের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি জানান, হিমছড়ি সৈকতে গোসল করার সময় নিখোঁজের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে তৎপরতা চলছে।

এর আগে গতকাল মঙ্গলবার গোসল করার সময় হিমছড়ি সমুদ্র সৈকত থেকে তিন বন্ধু ভেসে যায়। এর মধ্যে সাদমান রহমান সাবাব (২১)র মরদেহ উদ্ধার করা হলেও অপর দুই বন্ধু আসিফ আর অরিত্র নিখোঁজ ছিলেন। একদিন পর আজ সকালে আসিফের মরদেহ উদ্ধার হয়েছে। 

এ নিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হল। অপর বন্ধু অরিত্র এখনও নিখোঁজ রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি