ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

সোনারগাঁওয়ের একাংশজুড়ে পূর্ব বাংলার রাজধানী পানাম নগর

প্রকাশিত : ১৩:৪৩, ৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:৪৩, ৬ আগস্ট ২০১৬

পূর্ব বাংলার রাজধানী সোনারগাঁওয়ের একাংশজুড়ে পানাম নগর। একসময় বাংলার বিখ্যাত মসলিনের মূল বাণিজ্যকেন্দ্র ছিলো এখানেই। পানামের নিপুণ কারুকার্যখচিত দৃষ্টিনন্দন প্রাচীন সব ইমারত কালের সাক্ষী হয়ে আজও জানান দিচ্ছে সেসময়ের শৌর্য-সমৃদ্ধির। পানাম নগর দেখতে প্রতিদিনই দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন সৌন্দর্য পিপাসু মানুষ। ১৫ শতকে, ১২ ভুঁইয়ার অন্যতম ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। এখানেরই একটি অংশ পানাম নগর। প্রায় ৫শ’ বছরের পুরনো এই নগরের প্রতিটি স্থাপনায়, ঔপনিবেশিকতা ছাড়াও মোঘল, গ্রিক স্থাপত্যশৈলীর সঙ্গে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ। পূর্ব পশ্চিমে বিস্তৃত পানাম নগরে ৫২ টি ভবন। সড়কের উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে ২১টি ভবন। আবাসিক ভবন ছাড়াও এখানে আছে ধর্মীয় উপাসনালয়, নাচঘর, দরবার কক্ষ, পুরনো যাদুঘরসহ নানা স্থাপনা। নিখুঁত পরিকল্পনায় গড়ে তোলা পানামের দৃষ্টিনন্দন সব স্থাপনা, আজও মুগ্ধ করে দর্শনার্থীদের। শানবাঁধানো ঘাট-পুকুর, ছোট-ছোট খাল আর সেতুর সেতুবন্ধনে প্রায় ২৩ একর আয়তনের পানাম নগর, মনোলোভা এখানের নৈসর্গিক সৌন্দর্যও। কালের পরিক্রমায় ক্ষয়িষ্ণু এ ঐতিহ্যবাহী নগরের দেখভাল করছে প্রতœতাত্ত্বিক অধিদপ্তর। সোনারগাঁওয়ের পানাম নগর, শত শত বছর ধরে বিশ্ব দরবারে সমুজ্জল রেখে চলেছে বাঙালির ইতিহাস আর ঐতিহ্যকে, মোহিত করছে নতুন প্রজন্মকে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি