ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতের চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ২০:০৬, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর মাধ্যমে পল্লী বিদুৎ বিল কালেকশনের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা এর কার্যালয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা এর আর্থিক মনিটরিং পরিদপ্তরের পরিচালক (অর্থ) মো. হোসেন পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা এর আর্থিক মনিটরিং পরিদপ্তরের উপ পরিচালক মো. জিয়া উদ্দিন ও প্রসেনজিৎ কুমার ঘোষ এবং এসআইবিএল-এর এসভিপি ও ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. আব্দুল মোতালেবসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি