ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ২২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৩২, ২২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। তিনি এসআইবিএল- এর সাফল্যে কর্মকর্তা-কর্মচারীদের অবদানের জন্য ধন্যবাদ জানান এবং এসআইবিএল এর প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত সবাইকে স্মরণ করেন।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী বলেন, ব্যাংকিং খাতে বিদ্যমান নানা প্রতিকূলতার মধ্যেও এসআইবিএল তার প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন যে আমানত, বিনিয়োগ, আমদানি-রফতানি বাণিজ্য, প্রবাসী আয় এবং পরিচালন মুনাফাসহ বিভিন্ন সূচকে এসআইবিএল তার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। সব কর্মকর্তাকে এসআইবিএল- এর সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি