ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

খাশোগি হত্যাকাণ্ড

‘সৌদি-আমেরিকা সম্পর্ক চলতে পারে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ২০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে কিছু একটা না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে আমেরিকার সম্পর্ক অব্যাহত থাকতে পারে না। এ মন্তব্য করেছেন মার্কিন সিনেটের প্রভাবশালী সদস্য লিন্ডসে গ্রাহাম।

রিপাবলিকান দলের এ সিনেটরের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে আলোচনার একদিন পর  রাজধানী আংকারায় গ্রাহাম সাংবাদিকদের বলেন, ‘যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত সৌদি আরব ও আমেরিকার মধ্যকার সম্পর্ক এগুতে পারে না।’

সিনেটর গ্রাহাম আরো বলেন, সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিনি নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা চালাবেন।

লিন্ডসে গ্রাহাম বলেন, খাশোগিকে হত্যার নির্দেশ দিয়ে যুবরাজ আন্তর্জাতিক সমস্ত রীতি-নীতি ও প্রথা লঙ্ঘন করেছেন। 

এ পর্যন্ত সৌদি আরবের ১৭ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। তবে যুবরাজ সালমানের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রহ দেখাচ্ছেন না।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি