ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সৌদি থেকে দেশে ফিরেছে আরও ৪২ নারী গৃহকর্মী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে আরও ৪২ জন নারী গৃহশ্রমিক দেশে ফিরেছেন। গতকাল রাত ৯টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তারা।
ফিরে আসা নারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গৃহকর্তারা তাদের ওপর নানারকম নির্যাতন করতো। তা সহ্য না করতে পেরে দেশে ফিরতে বাধ্য হন তারা।

তারা আরও জানান, দালালের দেয়া প্রতিশ্রুতির ছিঁটেফোটাও পূরণ হয়নি। দেশে ফেরার আকুতি নিয়ে এখনও সেখানে বাধ্য হয়ে কাজ করছেন অনেক নারী শ্রমিক।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি