ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

প্রকাশিত : ১৮:২১, ৩ মে ২০১৯ | আপডেট: ১৮:২৯, ৩ মে ২০১৯

সৌদি আরবের শাকরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গেছে। বৃহস্পতিবার  মদিনা থেকে ২০ কিলোমিটার দূরে সকাল ৬টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কমার্সিয়াল কন্ট্রাক্টস লি. এর ১৭ জন শ্রমিক ছিলো তার মধ্যে ১০ জন নিহত, ৫ জন আহত হয়েছে। বাকি দু`জন সুস্থ থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, একটি মিনিবাসে করে উক্ত ১৭ জন তাদের কর্মস্থলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মিনিবাসে চালকসহ যাত্রী ছিল ১৭ জন। এদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ২ জনকে চিকিৎসার জন্য রিয়াদে স্থানান্তরিত করা হয়। আহত ৩ জনকে শাকরা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অন্য ২ জনকে শাকরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় নিম্নরূপ:

১. বাহাদুর, পিতা: হাবেজ উদ্দিন, মাতা: মালেকাঠিকানা: ঝাগরমান, কালিহাতি, টাঙ্গাইল । 

২. রফিকুল ইসলামপিতা: মো.আনোয়ার হোসেনমাতা: মোসা: হিরা খাতুন, ঠিকানা: মাধবপুর. বাহাদুরপুর, ভেড়ামাড়া, কুষ্টিয়া ।

৩. মো. ইউনুস আলি, পিতা: মো. আব্দুল খালেক, মাতা: মোসা. আমেনা খাতুন ঠিকানা: রঘুনাথপুর, আলিপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ । 

৪. জামাল উদ্দিন মাঝি, পিতা: মান্নান মাঝি, মাতা: নুর জাহান, ঠিকানা: তারাকান্দি, মনোহরদি, নরসিংদি।

৫. গিয়াস উদ্দিন মৃধা, পিতা: মো. তফিজ উদ্দিন মৃধা, মাতা: মোসা. হামিদা, ঠিকানা: তেগরা, মান্দা, নওগা । 

৬. মো. জুয়েল, পিতা: মো. গিয়াস উদ্দিন, মাতা: আমেনা খাতুন ঠিকানা: বাহাদিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। 

৭. ইমদাদুল, পিতা: রশিদমাতা: মোসাম্মত কাজলি বেগম, ঠিকানা: তাতারদি, শেখেরগাঁ, মনোহরদি, নরসিংদী ।

৮. মো. মানিক, পিতা: মো. রমজান আলী, মাতা: মোসা. মানিক জান, ঠিকানা: তুরুকবাড়িয়া, মান্দা,নওগাঁ ।

৯. মো. আল আমিন, পিতা: আব্দুল মান্নান শেখ, মাতা: পদেনা বেগম, ঠিকানা: দমনমারা, খিদিরপুর, মনোহরদি, নরসিংদী। 

১০. মো. মনির হোসেনপিতা: মো. শামসুল হকমাতা: মমতাজ বেগমঠিকানা: কস্তুরিপাড়া, কালিহাতি, টাঙ্গাইল

গুরুতর আহত। 

১১. নুরুল ইসলাম, পিতা- নায়েব আলীমাতা: রোমেসাঠিকানা: বলদি কোকধরা, কালিহাতি, টাঙ্গাইল, প্রিন্স মোঃ বিন আব্দুল আজিজ হাসপাতাল, রিয়াদে ভর্তি রয়েছে। 

১২. মো. রশিদুল ইসলামপিতা: মোঃ ফজলু শেখমাতা: মোসাম্মত মাবিয়া খাতুনঠিকানা: ওয়ার্ড নম্বর ০৩, জুনিয়াদহ, ভেড়ামারা, কুষ্টিয়া  কিং সউদ মেডিকেল সিটি, রিয়াদে ভর্তি রয়েছে। 

আহত

১৩. মো. নাজমুলপিতা: মামুদ মিয়ামাতা: সপ্না বেগমঠিকানা: ডাংরি, গোবিন্দপুর, হোসেনপুর, কিশোরগঞ্জ, শাকরা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। 

১৪. মো. ইউসুফ আলী পিতা: মো. আব্দুর রশিদ, মাতা: মোসা. ফাতেমা খাতুন ঠিকানা: উরপা, জয়পুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ,শাকরা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। 

১৫. ফুল মিয়াপিতা: ফরিদ মিয়ামাতা: জোহরা খাতুনঠিকানা: আয়ুবপুর, বাঞ্চারামপুর, বি.বাড়িয়া, শাকরা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। 

১৬. রায়হান মিয়া, পিতা: মেনু মিয়া, ঠিকানা: ছাইয়া আলাদি বাজার, নারান্দি,পাকুন্দিয়া, কিশোরগঞ্জ । 

১৭. রাজিব বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ দূতাবাস, রিয়াদের শ্রম কল্যাণ উইং-এর আইন সহকারী জুবায়ের আহমেদ ঘটনাস্থলে গমন করেন এবং সেখানে অবস্থান করে সরেজমিনে তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করছেন। মান্যবর রাষ্ট্রদূত মহোদয় সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন। তথ্য সহযোগিতায় রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি