ঢাকা, বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫

স্কলাসটিকা স্কুলের গুলশান ও বনানী শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রদর্শনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৩:০৪, ১১ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী ও ভ্রাতৃত্ববোধ তৈরি এবং সুস্থ জীবনধারায় উৎসাহিত করার লক্ষ্যে স্কলাসটিকা স্কুলের বনানী ও গুলশান শাখার উদ্যোগে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে অনুষ্ঠিত হলো এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 
বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ১৬ বার জাতীয় দ্রুততম নারীর খেতাব জয়ী দৌড়বিদ শিরিন আক্তার। তাঁর উপস্থিতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। 

এ ছাড়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন স্কলাসটিকা বনানী ও গুলশান জুনিয়র শাখার প্রিন্সিপাল সৈয়দা ফারদাহ্ ফারহানা আলম।

ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা শ্রেণিভেদে সংগীতের সাথে শরীরচর্চা প্রদর্শনী এবং বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাঠজুড়ে ছিল রঙিন উচ্ছ্বাস, শিশুসুলভ আনন্দ এবং সুস্থ প্রতিযোগিতার প্রাণবন্ত পরিবেশ। পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থী ও শিক্ষকেরা উৎসাহ–উদ্দীপনার সঙ্গে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কলাসটিকা জুনিয়র বনানী ও গুলশান শাখার ক্রীড়া শিক্ষক মোঃ আলাউদ্দিন, খালেদ হাসান সৌরভ এবং ইভেন্টস প্রধান রেহনুমা ওয়াসিম। তাঁদের নেতৃত্বে পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অতিথি, শিক্ষার্থী, অভিভাবক, ফ্যাকাল্টি ও ম্যানেজমেন্ট সদস্যদের সক্রিয় অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যা সবার জন্যই ছিল আনন্দমুখর একটি দিন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি