ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যা: কোচিং শিক্ষক রনি তিনদিনের রিমাণ্ডে

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৮, ২৩ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২৩:১১, ২৩ সেপ্টেম্বর ২০২২

নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর এলাকায় স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত তার সাবেক কোচিং শিক্ষক আবদুর রহিম রনির ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। 

এর আগে, বিকেলে আবদুর রহিম রনির ১০ দিনের রিমাণ্ড আবেদন করে আদালতে হাজির করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। সন্ধ্যায় আমলী আদালত-১ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ শুনানি শেষে আসামির ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। রিমাণ্ড মঞ্জুর শেষে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এঘটনার পর বৃহস্পতিবার রাতে পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে ইসরাফিল (১৪), তার ভাই সাঈদ (২০), আবদুর রহিম রনি (২০) ও ইমাম হোসেনকে (৩৯) আটক করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় সে প্রাথমিকভাবে জড়িত বলে ধারণা করা হচ্ছে, রনির মাথা, ঘাড়, গলাসহ শরীরের একাধিক স্থানে নখের আঁচড় রয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের মা বাদি হয়ে একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রনি ও ইসরাফিল আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর আটক সাঈদ ও ইমাম হোসেনকে ১৫৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি