স্টেপ ফুটওয়্যারের নতুন বিজ্ঞাপনে তৌসিফ মাহবুব
প্রকাশিত : ২৩:১৩, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:২৪, ১৯ অক্টোবর ২০২৫

দেশের শীর্ষস্থানীয় এবং পরিচিত ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার তাদের সর্বশেষ ডিজাইনগুলো তুলে ধরতে একটি নতুন ও সৃজনশীল টেলিভিশন কমার্শিয়াল (TVC) তৈরি করছে।রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি)-তে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়।
টিভিসিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন প্রসিদ্ধ মডেল ও অভিনেতা তৌসিফ মাহবুবসহ অন্যান্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং পরিচিত অভিনেতা ও মডেলরা।
টিভিসি-তে স্টেপ ফুটওয়্যারের গুণগত মান, ডিজাইন ও আধুনিকতাকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানায়, এই বিজ্ঞাপনটির মাধ্যমে স্টেপ ফুটওয়্যারের বাজারে স্বীকৃতি এবং ব্র্যান্ড ইমেজ আরও বৃদ্ধি পাবে। এছাড়াও এটি টেলিভিশন চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য খুচরা স্টোরে প্রতিষ্ঠানটির পণ্যের উপস্থিতিকে শক্তিশালী করবে।
এ বিষয়ে তৌসিফ মাহবুব বলেন, “বাংলাদেশে শীর্ষস্থানীয় একটি ব্র্যান্ড হিসেবে স্টেপ ফুটওয়্যার স্টাইল এবং উদ্ভাবনের নতুন মানদণ্ড স্থাপন করেছে। এই প্রচারের মাধ্যমে আমি আশা করি দেশের মানুষকে সৃজনশীলভাবে নিজেকে প্রকাশ করতে, আত্মবিশ্বাসের সাথে জীবনযাপন করতে এবং ব্যক্তিত্বের সঙ্গে তাদের জীবনধারা অনুসরণ করতে অনুপ্রাণিত করতে পারব।”
টিভিসিটির পরিচালক নির্মাতা শামস করিম বলেন, “আমাদের লক্ষ্য ছিল কেবল একটি বিজ্ঞাপন তৈরি করা নয়, বরং একটি অভিজ্ঞতা তৈরি করা—যা ব্র্যান্ডের সৃজনশীলতা প্রকাশ করে এবং মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে সংযোগ স্থাপন করে। আমরা স্টেপ ফুটওয়্যারের উদ্দীপনা ও ইতিবাচক শক্তিকে কার্যকরভাবে তুলে ধরার চেষ্টা করেছি।”
টিভিসিটি তৈরি ও প্রযোজনা করেছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন ও মিডিয়া প্রোডাকশনে অবদান রাখা শীর্ষস্থানীয় ক্রিয়েটিভ এজেন্সি সাইন অ্যান্ড ডিজাইন।
এমআর//