ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছে শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ

প্রকাশিত : ১৫:৫৬, ২৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ (স্কপ) সভাপতি কামরুল হাসানের নেতৃত্বে এক প্রতিনিধিদল।

শনিবার তার কার্যালয়ে সাক্ষাৎকালে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অনন্য সক্ষমতায় পৌঁছেছে।

বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকের কল্যাণে সরকার মন্ত্রণালয় ভিত্তিক আলাদা বরাদ্দ রেখেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাজেট রয়েছে। এছাড়া নারী শ্রমিকের কল্যাণে বিজিএমইতে ল্যাকটেটিং মাদার ভাতা সুবিধা সরকারি ব্যবস্থাপনায় দেয়া হচ্ছে।

এ সময় সংসদ সদস্য শিরীন আখতার, স্কপ এর ড. ওয়াজেদুল ইসলাম খান, শাহ মোহাম্মদ আবু জাফর, কামরুল আহসান, চৌধুরী আশিকুল আলম, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল শ্রমিকদের কল্যাণে প্রস্তাবনা সম্বলিত একটি স্বারকলিপি স্পিকারকে হস্তান্তর করেন।

সূত্র : বাসস

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি