ঢাকা, বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫

স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিলেন সাদিক কায়েম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হওয়া সাদিক কায়েম আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে সংবাদ সম্মেলনে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন। 

তিনি জানান, বিভিন্ন মতের শিক্ষার্থীরা একসাথে কাজ করলে বিশ্ববিদ্যালয় হবে আরও শক্তিশালী। 

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।’

নিজের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং একসাথে ভোটগ্রহণে অংশ নেওয়া প্রার্থীদের তিনি উপদেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। সাদিক কায়েম বলেন, ‘যারা একসাথে নির্বাচন করেছেন, তাঁরা প্রত্যেকে আমাদের পরামর্শ দেবেন। আমরা সেই পরামর্শকে কাজে লাগাব।’

তিনি আরও জানান, জুলাই বিপ্লবের শুরু থেকে ঢাবি দেশের শিক্ষার্থীদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আগামী বাংলাদেশের স্বপ্ন দেখার বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন।

সাদিক কায়েম দায়িত্ব পালনের সময় মারা যাওয়া সাংবাদিক এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি সব গণমাধ্যমকর্মীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এইভাবে নির্বাচিত ভিপি নিজের দায়িত্বের প্রাথমিক লক্ষ্য হিসেবে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ এবং ক্যাম্পাসকে উদ্ভাবনী ও স্বপ্নময় শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি