ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

স্বর্ণ নীতিমালা বাস্তবায়িত হলে বাড়বে রাজস্ব আদায়(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৯:৪৩, ১৪ অক্টোবর ২০১৮

নীতিমালা বাস্তবায়িত হলে দেশে স্বর্ণের বাজারের আকার ২০ হাজার কোটি টাকায় দাঁড়াবে বলে জানালেন ব্যবসায়িরা। অন্যদিকে টিআইবি বলছে, স্বর্ণ নীতিমালা বাস্তবায়িত হলে এ’ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি বাড়বে রাজস্ব আদায়।

সম্প্রতি অনুমোদিত ডিলারদের মাধ্যমে স্বর্ণ আমদানির বিধান রেখে স্বর্ণ নীতিমালা’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়িরা বলছেন, নীতিমালার ফলে স্বর্ণ শিল্পে দীর্ঘদিনের বদনাম ঘুচবে। খুলবে রফতানির নতুন দুয়ার; পাবে শিল্পের মর্যাদা।

 এছাড়া, দ্রুত নীতিমালার বাস্তবায়ন হলে স্বর্ণের বাজারের আকার ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা ব্যবসায়িদের। 

এদিকে, নীতিমালার দ্রুত বাস্তবায়ন সরকারের রাজস্ব আদায় বাড়িয়ে দেবে বলে মনে করেন টিআইবি’র এই নির্বাহী পরিচালক।

স্বর্ণ খাতে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে কার্যকর নিয়ন্ত্রণ, সমন্বয় এবং তদারকি ব্যবস্থা জোরদারের করার কথাও বলছেন বিশেষজ্ঞরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি