ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

স্বস্তিকার রাজনৈতিক স্ট্যাটাস ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নাম স্বস্তিকা হোক বা শবনম কিংবা রাজিয়া, যে নামই হোক না কেন, তিনি যেমন এখনও ভারতের নাগরিক, নাম পাল্টে গেলেও ভারতের নাগরিকই থাকবেন। তিনি যেমন প্রতিদিন শ্রম দিয়ে নিজের খাবার জোগাড় করছেন, নাম পাল্টে গেলেও সেই একই কাজই করবেন। সম্প্রতি এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মত প্রকাশ করেন কলকাতার রূপালি পর্দার নায়িকা স্বস্তিকা মুখার্জি।

এমন বক্তব্য ইনস্ট্রাগ্রামে প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। তিনি লিখেছেন, ‘আমার নাম স্বস্তিকা মুখার্জি। তা না হয়ে রাজিয়া খাতুন বা শবনম খান হলেও অসুবিধা হত না। আমি এ দেশের নাগরিক। এ দেশ আমার। এটাই শেষ কথা। আমি খেটে খাওয়া মানুষ। আরো সহস্র কোটি মানুষের মতই মুখে রক্ত তুলে খেটে খাই। গদিতে বসে ধর্মের নামে মানুষকে পিশাচ বানিয়ে লাঠি ঘোরাতে দেব না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মত প্রকাশের সঙ্গে নিজের রাজনৈতিক মতাদর্শকেও স্পষ্ট করেন নায়িকা। এমন মতকে ঘিরে তৈরীও হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। কেউ কেউ করছেন কটাক্ষও।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি