ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

স্বস্তিতে ঢাকা ফিরছে মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ১৩ এপ্রিল ২০২৪

ঈদের ছুটি শেষে অনেকেই ফিরতে শুরু করেছে রাজধানীতে। ঈদের তৃতীয় দিনে জীবন ও জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে মানুষ।

আজ শনিবার সকালে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চঘাটে ঈদে বাড়িতে যাওয়া মানুষদের ঢাকায় ফিরতে দেখা গেছে।

তবে তুলনামূলক অনেক কম মানুষ ঢাকায় ফিরছেন। কারণ আগামীকাল রবিবার পহেলা বৈশাখের ছুটি রয়েছে। তবে আগামীকাল যাত্রীর চাপ বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈদের ছুটি শেষ করে মেহেরপুর থেকে গাবতলী এসেছেন মো. সোহাগ আশরাফ। তিনি মগবাজারের একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করেন।

সোহাগ বলেন, ‘আমি ঈদের দুইদিন আগেই বাড়ি গিয়েছিলাম। তখন ফেরার পথে কোনো জ্যাম পাইনি। ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরেছি। কারণ আগামী সোমবার থেকে সরকারি-বেসরকারি সব অফিস খোলা। তাই আগামীকাল গাড়ির টিকিট পাওয়া বেশ কঠিন। তাই একদিন আগেই ঢাকা চলে আসলাম। আসতে কোনো ভোগান্তি হয়নি।’

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে গত বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। 

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি