ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫

স্বাস্থ্য ও শিক্ষার দাবিতে মরক্কোতে এবার জেন-জিদের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:১৩, ১ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

উন্নতমানের শিক্ষাব্যবস্থা ও জনস্বাস্থ্য সুরাক্ষার দাবিতে এবার মরক্কোতে চলছে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। মরক্কোর ১১টি শহরে গত শনিবার থেকে হাজার হাজার তরুণ-তরুণী রাস্তায় নেমে এসেছেন। অজ্ঞাত এক যুব সমাজভিত্তিক সংগঠন ‘জেন-জি ২১২’ এই আন্দোলনের ডাক দিয়েছে বলে জানা যায়।

সোমবার রাবাতসহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জন যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।গত শনিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে জনসমাবেশ ঠেকাতে পুলিশ টানা অভিযান চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেবলমাত্র রাবাতেই ৬০ জনকে আটক করা হয়েছে। তবে কাসাব্লাঙ্কা, আগাদির, ওজদা ও মেকনেসসহ অন্যান্য শহর থেকেও গ্রেপ্তারের খবর পাওয়া যাচ্ছে।

বিক্ষোভকারীদের বেশিরভাগই জেনারেশন জেড বা জেন জির সদস্য। এই প্রজন্মই মরক্কোর সবচেয়ে বড় জনগোষ্ঠী। আলোচনার মাধ্যমে সমঝোতার ঘোষণা দিয়ে জেন-জিদের শান্ত রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে দেশটির সরকার।

‘জনগণের চাই স্বাস্থ্য, শিক্ষা ও জবাবদিহিতা’ এমন স্লোগান নিয়ে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। একটি সরকারি হাসপাতালে আটজন গর্ভবতী নারীর মৃত্যুর খবরে জনমনে এই ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানা যায়। 

বিক্ষোভকারীরা বলছে, সরকারের অগ্রাধিকার ভুল এবং জনসেবার মান খারাপ। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ডাক দেয়া হয়। পরে এটি সারা দেশে ছড়িয়ে পড়ে।এখন তারা কাঠামোগত সংস্কারের দাবি করছে।

উল্লেখ্য,‘জেন জি ২১২’ (মরক্কোর কান্ট্রি কোড ২১২) এবং ‘মরোক্কা ইয়ুথ ভয়েস’ নামের কয়েকটি গ্রুপ মাত্র কয়েক সপ্তাহ আগে গড়ে উঠেছে। তারা শান্তিপূর্ণ ও সভ্য বিক্ষোভের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে অনেকে আরও তীব্র দাবি তুলছে।
সূত্র: রয়টার্স
এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি