ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের ইফতার মাহফিলের আযোজন

প্রকাশিত : ১৯:৫০, ১২ জুন ২০১৬ | আপডেট: ১৯:৫০, ১২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

পবিত্র রমজানের ৬ষ্ঠ দিনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড। রাজধানীর হোটেল সোনারগাঁও এর বল রুমে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন সমাজের বিভিন্ন শ্রেনীর ব্যক্তিবর্গ ও ব্যাংকের কলাকুশলীরা। এছাড়া ইসলামী ব্যাংক ব্যবস্থায় মুদারাবা সঞ্চয়ের অপরিহার্যতা এবং দরদী সমাজ গঠনে ক্যাশ ওয়াকফ এর ভূমিকা শীর্ষক আলোচনাও উপস্থাপন করা হয়। এ বিষয়ে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসর প্রাপ্ত মেজর ডাক্তার মোহাম্মদ রেজাউল হক, ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান এবং শরীয়াহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি