ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সড়কে প্রাণ গেল পিটিআই কর্মকর্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৪, ২৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় গোলচত্বরে ব্যাটারি চালিত ভ্যান থেকে ছিটকে পড়ে মোশারফ হোসেন (৩২) নামে প্রাইমারী টিসার্চ ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) ইন্সট্রাক্টর (কৃষি) নিহত হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোশারফ হোসেন রংপুর সিটি কর্পোরেশনের হারাগাছ থানা বধু কমলা গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে। তিনি গত বছরের ৬ এপ্রিল সিরাজগঞ্জ পিটিআইয়ে ইন্সট্রাক্টর (কৃষি) পদে যোগদান  করেন। তিনি এক সপ্তাহ আগে একজন ব্যাংকারকে বিয়ে করেছেন। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি জানান, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামেন মোশারফ হোসেন। এরপর একটি ব্যাটারি চালিত অটোভ্যানযোগে সয়দাবাদের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের যে লেনে কোন গাড়ী চলে না ভ্যানটি সেই লেন দিয়েই চলছিল। 

এ সময় ভ্যানটি এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং যাত্রী মোশারফ হোসেন ছিটকে একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি