ঢাকা, শুক্রবার   ১০ অক্টোবর ২০২৫

সড়কের জলে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১০ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লার দেবিদ্বারে ভাঙ্গা সড়কে জমে থাকা পানিতে এবার মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় দে‌বিদ্বার-চা‌ন্দিনা সড়‌কে তিনি এ প্রতিবাদ করেন।

জানা যায়,দেবিদ্বার–চান্দিনা সড়কটি ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট মহাসড়কের সংযোগ সড়ক। ফলে এ সড়কটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় সাড়ে ১৪ কিলোমিটার এই সড়ক সংস্কার না হওয়ায় এটি ভেঙে অসংখ্য বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে, ফলে যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এতে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণহানির ঘটনাও ঘটছে।

প্রতিবাদের সময় হাসনাত আবদুল্লাহ বলেন, এই সড়ক‌ দি‌য়ে প্রতি‌দিন হাজার হাজার মানুষ আসা–যাওয়া করে। কয়েক দিন আগে এই সড়‌কে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছে। এই সড়ক সংস্কার না করলে তার চেয়ে ভালো এখা‌নে মাছ চাষ করুন। মাছ চাষ করলে মানুষ কিছু মাছ খেতে পারবে।

এসময় তিনি আরও বলেন,দেবিদ্বারের রাস্তাঘাটের অবস্থা এতোটাই খারাপ যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (শিং-মাগুর, যেসব মাছ জিইয়ে রাখা যায়) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়বেন। তাতে যদি কিছু হয়!

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি