হত দরিদ্রের হার কমার পাশাপাশি কমেছে সামাজিত বৈষম্য
প্রকাশিত : ১৮:৫২, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৫২, ৩১ অক্টোবর ২০১৬
দেশে হত দরিদ্রের হার কমার পাশাপাশি সামাজিত বৈষম্যও কমেছে। সেই সঙ্গে ২০১৫-১৬ অর্থ বছরে মাথাপিছু আয় বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪৬৬ ডলারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানী-রফতানী, সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমান, রাজস্ব আয়ের পরিমানও বেড়েছে। তবে সামান্য কমেছে রেমিটেন্সে পরিমান। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
দেশে এক দিকে, যেমন প্রবৃদ্ধির হার বাড়ছে; ঠিক, তেমনি কমছে সামাজিক বৈষম্যও। গেল অর্থ বছরে দারিদ্রের হার কমেছে ২৩.৫০ শতাংশ এবং হতদরিদ্রের হার ১২.১০ শতাংশ। বিভিন্ন মন্ত্রণালয়ের ২০১৫-২০১৬ অর্থ বছরের কার্যাবলীর বার্ষিক প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।
মাথাপিছু জাতীয় আয় বেড়েছে ৭.০৫ শতাংশ; বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০.৫৫ শতাংশ; রফতানী আয় ৯.৭৭ শতাংশ, আর রাজস্ব আদায় ১৯.০১ শতাংশ।
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার, নিয়মিত বৈঠকে এ বার্ষিক রিপোর্ট উপস্থাপিত হয়। পরে, এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব।
তবে, রেমিটেন্স প্রবাহ কমেছে বলেও জানানো হয়। বৈঠকে সর্বোচ্চ করদাতাদের ট্যাক্স কার্ডের সংখ্যা বাড়িয়ে ‘ সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া, ডি-৮ সনদের অনুসমর্থন, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৬ ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আরও পড়ুন