ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

হত্যা মামলায় জিয়াউল আহসান ও সাদেক খান ৫ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ২৯ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

হত্যা মামলায় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর কোটা আন্দোলন চলাকালে আদাবর থানা এলাকায় জাকির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় সাদেক খান এবং একই থানা এলাকায় সুমন নামে অপর এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় জিয়াউলকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাদের পাঁচ  দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি