ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

হবিগঞ্জে আলোচিত চার শিশু হত্যাকাণ্ডের এক বছর পেরোলেও শেষ হয়নি বিচারকাজ

প্রকাশিত : ১০:৩০, ১২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৩০, ১২ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

হবিগঞ্জে আলোচিত চার শিশু হত্যাকাণ্ডের এক বছর পেরোলেও শেষ হয়নি বিচারকাজ। এখনো পলাতক তিন আসামী। অবিলম্বে বিচার কাজ শেষ করে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহত শিশুদের পরিবারের সদস্যরা। তবে শিগগিরই বিচার কাজ শেষ হওয়ার আশা করছেন বাদি পক্ষের আইনজীবী। হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া শুভ, তার চাচাতো ভাই তাজেল মিয়া, মনির মিয়া ও ইসমাইল গত বছরের ১২ ফেব্র“য়ারি গ্রামের মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। পর দিন বাহুবল থানায় সাধারণ ডায়রি করেন মনিরের বাবা আব্দাল মিয়া। নিখোঁজের ৫ দিন পর গ্রামের বালুর ছাড়া থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশী তদন্তে বেরিয়ে আসে গ্রাম্য পঞ্চায়েত নিয়ে বিরোধের জেরে খুন হয় ওই ৪ শিশু। তদন্ত শেষে মামলায় ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামীদের মধ্যে বাচ্চু মিয়া র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে। ৫ জন কারাগারে এবং ৩ জন পলাতক আছে। আলোচিত হত্যা মামলাটি হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচারাধীন আছে। কিন্তু এরপরও সঠিক বিচার পাওয়া নিয়ে সংশয় নিহতদের পরিবারের। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে দাবি করলেন পুলিশ সুপার। মামলায় মোট ৫৭ জন সাক্ষির মধ্যে ২৮ জনের সাক্ষ্য শেষ হয়েছে, শিগগিরই বিচার কাজও শেষ হবে বলে আশা করছেন বাদিপক্ষের আইনজীবী। দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দাবি স্থানীয়দের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি