ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

হরতাল: নারায়ণগঞ্জে পুলিশের লাঠিচার্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০১, ২৮ মার্চ ২০২২ | আপডেট: ১২:০৪, ২৮ মার্চ ২০২২

বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে নারায়ণগঞ্জে নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন। 

সোমবার সকালে নগরীর শহর চাষাঢ়া ও ২নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বঙ্গবন্ধু সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

ভোজ্যতেল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে হরতাল ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। 

সকাল পৌনে ৬টায় জোটের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ শহরের দুইনম্বর রেলগেইট এলাকা থেকে মিছিল বের করে শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জোটের নেতা-কর্মীরা সড়কে চলাচল করা যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে দেয়। 

পরে পুলিশ গিয়ে তাদের উপর লাঠিচার্জ করলে জোটের কয়েকজন কর্মী আহত হন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ২নং রেলগেট এলাকায় সমাবেশ করে জোটের নেতারা।
 
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান বলেন, হরতালকারীরা যানবাহন বন্ধ করে দিয়ে জনসাধারণের চলাচলে সমস্যা সৃষ্টি করলে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ সময়ে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি