হলি আর্টিজানে হামলা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হবে ১৬ জুলাই
প্রকাশিত : ১৬:৪০, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৯:২৬, ৩১ মে ২০১৭

গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হবে ১৬ জুলাই।
বুধবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন প্রতিবেদন জমা দেওয়ার এই দিন ধার্য করেন। সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় করা এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল আজ। কিন্তু প্রতিবেদন না পাওয়ায় আদালত নতুন তারিখ ধার্য করেন। চাঞ্চল্যকর এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরায় হামলা চালায় জঙ্গি সংগঠন নব্য জেএমবি। ওই হামলায় নিহত হন ২০ জন। এছাড়া হামলাকারীদের প্রতিরোধ করতে যেয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরে সেনা কমান্ডোদের অভিযানে সন্দেহভাজন ৬ জঙ্গি নিহত হয়।
আরও পড়ুন