ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

হাতিয়া আর ভোলার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম সি ট্রাক, ভোগান্তির শিকার দ্বীপের মানুষ

প্রকাশিত : ১৪:৩৮, ৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪৪, ৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নেই কোন লঞ্চ। একমাত্র ভরসা সি-ট্রাক। সেটি বেশির ভাগ সময় থাকে বিকল। বাধ্য হয়েই ট্রলার কিংবা নৌকায় দিতে হচ্ছে উত্তাল সাগর পাড়ি। নিতে হচ্ছে জীবনের ঝুঁকি। এভাবেই যাতায়াত নোয়াখালীর হাতিয়া আর ভোলার বেশ ক’টি উপজেলার মানুষের। রামনেওয়াজ, মনপুরা, তমরুদ্দি কিংবা হাতিয়ার দুর্গম দ্বীপের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম সি ট্রাক। লঞ্চ না থাকায় উত্তাল সাগর পাড়ি দিতে এই জলযানে চেপেই বেশির ভাগ যাত্রী নোয়াখালীর চেয়ারম্যানঘাট হয়ে ঢাকায় পৌঁছান। পুরো এলাকার প্রায়  ৯ লাখ মানুষের জন্য একটি মাত্র সিট্রাক। সেটিও জ্বরাজীর্ণ। আর তাতেই গাদাগাদি করে উত্তাল সাগর পাড়ি। এই রুটে একটি কোম্পানি লঞ্চ চালানোর অনুমতি পেলেও কেন তা বন্ধ রাখা হয়েছে তার কোনই সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছে। নির্ধারিত ঘাট না থাকায় রোগী আর যাত্রী ওঠানামায় মারাত্মক ভোগান্তির শিকার দ্বীপের মানুষ। সহজ যোগাযোগের জন্য তাদের চাই একাধিক লঞ্চ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি