ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

হাতিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৭, ২৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে নোয়াখালীর হাতিয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে নলচিরা ইউনিয়ন থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন।

প্রথম দিন তিনটি ইউনিয়নে প্রায় ৫শত পরিবারকে চাল, ডাল, চিনি, লবন তেলসহ ১৬ কেজির একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে হাতিয়ার ১১টি ইউনিয়নের প্রতিটিতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

এদিকে ঘূর্ণিঝড়ের সময় সোমবার রাতে হাতিয়ায় প্রায় শতাধিক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া এক লাখ ৫ হাজার লোকের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয় বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আবুবক্কর ছিদ্দিক।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি