ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

হাতিয়ায় ২৫ লাখ টাকার কারেন্টজাল জব্দ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ১৬ জানুয়ারি ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনী ইউনিয়নের চতলার খাল এলাকায় অভিযান চালিয়ে ৮৮ হাজার মিটার কারেন্টজাল ও ৪০টি বিহিন্দিজাল জব্দ করেছে কোস্টগার্ড। যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। 

রোববার সকালে জব্দকৃত জালগুলো নলচিরা ঘাটে মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাসের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম বলেন, রোববার ভোর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালয়ে বিভিন্ন মাছ ধরার নৌকা থেকে ৮৮ হাজার মিটার কারেন্টজাল ও ৪০টি বিহিন্দিজাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা হবে।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নদীতে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি