ঢাকা, সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫

হাদিকে গুলি করা শুটার ফয়সালসহ ২ জন শনাক্ত : ডিএমপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ১৪ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে শনাক্ত করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম।

তিনি বলেন, মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে ফয়সাল করিম মাসুদ গুলি চালান এবং আলমগীর শেখ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। ভিডিও ও ছবি বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার জানান, চিহ্নিত এই দুইজনকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এখন পর্যন্ত তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তারা যেন দেশত্যাগ করতে না পারে, সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং দেশের সব বন্দরকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে রোববার মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে হত্যার উদ্দেশ্যে তাঁর মাথায় গুলি করে তারা পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির চালককে আগেই গ্রেপ্তার করা হয়েছে। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি