ঢাকা, সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫

হাদির হত্যাকারী দেশে নাকি দেশের বাইরে, সে তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:২১, ২২ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওসমান হাদির হত্যাকারী কোথায় সেটা জানলে ধরে ফেলতাম। সে দেশে আছে নাকি বাইরে গেছে, এই তথ্য নেই।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং মূল হোতা ফয়সালকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক ও মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত একটি দালাল চক্রকে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। ‘ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানে এ পর্যন্ত ৬ হাজার ৯৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ডেভিল হান্ট ফেজ টু’র আওতায় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালিয়ে বেশি সংখ্যক গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় তিনি জানান, প্রথম আলো ও ডেইলি স্টার-এর সম্পাদকদের নিরাপত্তায় গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসাবাড়ির নিরাপত্তাও জোরদার করা হয়েছে। যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাদের অনেককেই সুরক্ষা দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তারেক রহমান দেশে ফিরলে তাকেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে প্রস্তুত রয়েছে।

পদত্যাগের গুজব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদত্যাগ করলে তো এখানে থাকতাম না।’

এমআর // 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি