ঢাকা, রবিবার   ০৫ অক্টোবর ২০২৫

হানিট্র‍্যাপের মাধ‍্যমে অপহরণ, সুন্দরীসহ ৪ সদস‍্য গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ৫ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

হানিট্র‍্যাপের মাধ‍্যমে ডিজিটাল প্লাটফর্মকে ব‍্যবহার করে সাভারে দীর্ঘদিন ধরে সহজ সরল মানুষকে ট্র‍্যাপে ফেলে অপহরণ, লুটসহ নানারকম অপরাধ করে আসছিল একটি চক্র। সেই চক্রের এক কথিত সুন্দরীসহ চার সদস‍্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

পরে শনিবার তাদের আদালতে পাঠানো হয়। এক প্রেস ব্রিফিং এ তথ‍্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির।

ব্রিফিংয়ে জানানো হয়, বাগেরহাটের চিতলমারী উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিদর্শক মেহেদী হাসানকে কৌশলে ডেকে এনে সাভারের মিনি চিড়িয়াখানার সামনে থেকে কতিপয় লোক অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ তথ্য পুলিশকে ৯৯৯ ফোন করে জানায় তার পরিবার। 

খবর পেয়ে পুলিশ তথ‍্য প্রযুক্তির মাধ‍্যমে মেহেদীকে পৌর এলাকার জামসিং থেকে উদ্ধার করে। পরে তার দেওয়া তথ‍্য মতে অভিযান চালিয়ে আটক করা হয় কথিত সুন্দরী আনমনা ওরফে মোহনা ও তার সহযোগী শরীফুল, জয়নাল ও কাওছার হোসেনকে। 

পরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি ডিজিটাল প্লাটফর্মকে ব‍্যবহার করে কৌশলে হানিট্র‍্যাপের মাধ‍্যমে অপহরণ, লুটসহ নানা অপরাধ করে আসছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি