ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

হাবিপ্রবি শিক্ষার্থীদের কান ধরে মানববন্ধন

প্রকাশিত : ১৯:৩৩, ৩০ জানুয়ারি ২০১৯

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে অভিনব প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩০ জানুয়ারী) দুপুর আড়াইটা সময় ঢাকা-দিনাজপুর সড়কে কান ধরে হাঁটু গেড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।

নভেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে এমন প্রতিবাদ করছেন তারা। বেলা ২ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-দিনাজপুর সড়কে কান ধরে হাঁটু গেড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা, শিক্ষা নয় অপরাজনীতিতে চ্যাম্পিয়ন, আমরা বলি হতে আসিনি পাপের প্রায়শ্চিত করতে আসছি, রাজনীতির শিকল নিপাত যাক কলমের কালি মুক্তি পাক, শিক্ষা নিয়ে রাজনীতি নিপাত যাক শিক্ষার্থীরা মুক্তি পাক, আমি গর্বিত আমার বাবা হাবিপ্রবির শিক্ষক নয়, আর্দশহীন শিক্ষক আর ব্যর্থ প্রশাসন আমাদেরকে জিম্মি করে রেখেছে, শিক্ষক অভিভাবক নাকি জল্লাদ, পা ধরেও বিবেককে নাড়া দিতে পারিনি এ ধরণের বিভিন্ন প্ল্যাকাড গলায় ধুলিয়ে রাখে। আরেক শিক্ষার্থী `শুধু এটাই বাকী` লিখে বুকে ঝুলিয়ে মাথায় জম টুপি পরেন এবং ফাঁসির রশ্মি হাতে ঝুলিয়ে রাখেন।

আন্দোলনরত শিক্ষার্থী শামীম বলেন, আজকে আমরা এখানে দাড়িয়েছি নিরুপায় গত তিন মাস ধরে আমাদের ক্লাস পরীক্ষা হচ্ছে না। এজন্য ২৭ জানুয়ারী থেকে কয়েক দফায় মিটিং করেও এর সমাধান হচ্ছে না। শিক্ষকরা তাদের দাবীতে ছাড় দিতে রাজী না। আমরা স্যারদের কাছে বার বার যাওয়ার পরেও তারা আমাদের লাথি মেরে বের করে দিয়েছে। তারা আমাদের স্বপ্ন নিয়ে ছিনিমিনিনি খেলছে। এমনি কি তাদের পা ধরেও তারা আমাদের ক্লাস পরীক্ষা নিতে রাজী হয়নি। আমরা আমাদের সমস্যার সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যাতে আমাদের সমস্যার সমাধান হয।

আন্দোলনরত ইমন নামের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের এই সমস্যার জন্য আমরা কয়েকবার প্রশাসন ও শিক্ষকদের কাছে গেছি তারা এর সমাধান দিতে পারছেন না। যেখানে আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা চাকুরীর পরীক্ষা দিচ্ছে কিন্তু আমরা এখনো অনার্স শেষ করতে পারছি না। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হক। মানববন্ধনের সিএসসি অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠ ও স্বাভাবিক করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েক দফা আন্দোলনরত শিক্ষকদের সাথে বসলেও কোন সুষ্ঠ সমাধানে পৌছাতে পারেনি বলে জানা গেছে ।ফলে ক্রমশ সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে ।সুষ্ঠ সমাধানের নিমিত্তে গতকালকেও বিশ্ববিদ্যালয় প্রশাসন,আন্দোলন কারী শিক্ষকদের সাথে আলোচনা সভার আয়োজন করেন ।কিন্তু রাত ১১ টা পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হলেও কোন সুষ্ঠ সমাধানে পৌছাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি