ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

হার দিয়েই টি টুয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ করল বাংলাদেশ

প্রকাশিত : ১৯:৫৬, ২৬ মার্চ ২০১৬ | আপডেট: ২১:২৮, ২৬ মার্চ ২০১৬

হার দিয়েই টি টুয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ করল বাংলাদেশ । নিজেদের শেষ ম্যাচে গ্র“প লিডার নিউজিল্যান্ডের কাছে হারে ৭৫ রানের বিশাল ব্যবধানে । জয়ের জন্য ১৪৬ রানের টার্গেটে ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে মাত্র ৭০ রানে গুটিয়ে যায় মাশরাফি বাহিনী।। এর  আগে মুস্তাফিজের টুর্নামেন্ট সেরা বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। bd lostবাংলাদেশের শোকগাথা ভোলার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোর মতো শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাটিং শুরু করেন দুই কিউই ওপেনার। লাল-সবুজদের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজ। দলীয় ২৫ রানে তাঁর দূর্দান্ত কার্টার বোঝার আগেই সরাসরি বোল্ড হয়ে ফেরত যান ওপেনার নিকোলস। তবে, স্বমহিমায় ভাস্বর উইলিয়ামসন। বেশী দূর যেতে দেননি অবশ্য মুস্তাফিজ। দলীয় ৫৭ রানে ভয়ঙ্কর উইলিয়ামসনকে প্যাভিলিয়নের পথ ধরান এই কার্টার মাষ্টার। মাত্র ৩২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান আসে কিউই দলপতির ব্যাট থেকে। ৩৫ রান করার পর মুনরোকে নিজের শিকারে পরিনত করেন আল-আমিন। মাঝে হাল ধরার চেষ্টা করেন টেলর। তবে, একবার জীবন পাওয়া টেইলর, আল-আমিনের বল উড়িয়ে মারতে গিয়ে ২৮ রানে থামেন। শেষ দিকে আবারো মুস্তাফিজের গল্প।  টি টুয়োিন্টর ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ২২ রানে ৫ উইকেট দখল করে আবারো নিজেকে অন্য উচ্চতায় নিলেন মুস্তাফিজ। শেষ ওভারে স্যান্টনার ও ম্যাককালামকে পর পর দুই বলে আউট করায় ছিল হ্যাট্টিকের হাতছানি। জবাবে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট বাংলাদেশের। রান আউট হয়ে ব্যাক্তিগত ৩ রানে সাজঘরে ফেরেন তামিম। এরপর সাব্বিরের সাথে জুটি বাঁধা আরেক ওপেনার মিথুনও যেতে পারেননি বেশী দূর। মাত্র ১১ রানে ম্যাকলানাঘ্যানের বলে মিথুন পরিষ্কার বোল্ড আউট হলে অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ। এরপর সাকিব ২ রান করার পর স্যান্টনারকে উড়িয়ে মারতে গিয়ে ম্যাককালামের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত গেলে পুরো কোনঠাসা মাশরাফি বাহিনী। এরপর শুধুই ব্যাটসম্যানদের ব্যার্থতার গল্প। যাওয়ার আসার মিছিলে ভাল করতে পারেননি কোন ব্যাটসম্যান। মাঝে শুধু দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করা শুভাগত হোম ছিলেন অপরাজিত। আপস:
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি